আইফোন ১৪ সম্পর্কে ৮ টি চমকপ্রদ তথ্য যা ব্যবহারকারীদের জানা থাকা জরুরী

আইফোন ১৪ সম্পর্কে ৮ টি চমকপ্রদ তথ্য যা ব্যবহারকারীদের জানা থাকা জরুরী

iPhone 14 pro max, নিঃসন্দেহে ২০২২ এবং ২০২৩ এ সবচেয়ে হাইপ সৃষ্টি করা ফোনগুলোর মধ্যে একটি। সেপ্টেম্বর ২০২১ এ iPhone 13 ব্যবহারকারীদের এক প্রকার হতাশ করেছিল কারণ এতে নতুন কোন ফিচার যুক্ত করা হয়নি। যেহেতু iPhone 13 ব্যবহারকারীদের আশাহত করেছিলো, তাই এবার অ্যাপলের পরিকল্পনায় ছিলো ভিন্ন কিছু নিয়ে আসা যা ব্যবহারকারীদের জন্য হবে বিস্ময়কর।

সেই প্রেক্ষিতেই লেটেস্ট আইফোন ১৪ এ যুক্ত করা হয়েছে এমন কিছু ফিচারস এবং সেটিংস যা এর আগে অন্য কোন স্মার্টফোনে দেখা যায়নি।

যারা আইফোন ১৪ কিনেছেন এবং ব্যবহার করছেন, তারা ইতোমধ্যেই জানতে পেরেছেন নতুন যুক্ত হওয়া ফিচারসগুলো সম্পর্কে।

নতুন এ সিরিজে থাকছে সর্বমোট ৪ টি সংস্করন আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্লাস এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স, তবে পূর্বের মতো থাকছে না কোন Mini সংস্করন।

আইফোন ১৪

Dynamic Island

iPhone এর সম্পুর্ন নতুন সংযোজন হলো Dynamic Island। iPhone এর টপ নচ নিয়ে এর আগে অনেক আলোচনা হয়েছে তবে সকল আলোচনার অবসান ঘটিয়েছে এই ফিচারটি। কারণ iphone 14 এ টপ নচ কে রুপান্তর করা হয়েছে Dynamic Island যা ফোন আনলক থাকা অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীকে বিভিন্ন এলার্ট এবং এক্টিভিটি সম্পর্কে জানাবে যেমনঃ যে মিউজিক বাজছে, টাইমার, এয়ারড্রপ কানেকশন, ম্যাপ এর নির্দেশনা এমনকি Dynamic Animation সেট করা যাবে।

The Back Tap

অনেকেই হয়তো ইতিমধ্যেই ব্যাক ট্যাপের সাথে পরিচিত হয়েছেন। আপনার iPhone 14 এর পিছনে লোগো টি তে ডাবল ট্যাপ এবং ট্রিপল ট্যাপ করার মাধ্যমে আপনি সহজেই ফোন আনলক, স্ক্রিনশট নেয়া সহ অন্যান্য শর্টকার্ট সেট করে রাখতে পারবেন।

Sound recognition

এ ফিচারটির মাধ্যমে আপনার আইফোন স্বয়ংক্রিয়ভাবে কিছু শব্দ শনাক্ত করতে পারবে যার মধ্যে Smoke alarm, cat or dog voice, fire alarm, doorbell, water running, and baby crying. এই ফিচারটির দেয়ার মুল উদ্দেশ্য হলো যেসব শব্দ আপনি শুনতে পারেন না, সেগুলো আপনার iPhone বা iPad শুনবে এবং আপনাকে এলার্ট করবে।

Action Mode

iPhone 14 Pro এবং iPhone 14 Pro মডেলের অ্যাকশন মোড আপনাকে আরও স্থির ভিডিও ক্যাপচার করতে সাহায্য করবে। একশন মুড ব্যবহার করে আপনি HD এবং 2.8K এর মধ্যে রেজ্যুলিউশন পরিবর্তন সহ ছবি তোলার সময়  ফ্রেমরেটও পরিবর্তন করতে পারবেন।

Background Remove

ছবির অবজেক্ট ঠিক রেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইছেন? আপনার হাতে থাকা আইফোন টি দিয়ে এক ক্লিকেই যে কোন ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন।

একটা সময় ছিলো যখন ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে ফটোশপের জটিল সব টুলস এর ব্যবহার শেখা লাগতো। কিন্তু এখন আইফোন দিয়ে এক নিমিষেই যে কোন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, জাস্ট ক্লিক এন্ড রিমুভ!

Hide photos and folder

আইফোন এ ১৪ এ রয়েছে বিল্ট ইন ‘Hide’ ফাংশন। এর মাধ্যমে কোন ঝামেলা ছাড়াই ছবি, ভিডিও, ফোল্ডার মেইন গ্যালারি থেকে হাইড করে রাখতে পারবেন এবং সিকিউরিটি হিসেবে Face Lock ব্যবহার করতে পারবেন।

Car crash detection

আপনার হাতে থাকা আইফোন টি অটোমেটিক Car Crash Detection করতে সক্ষম। আপনি যদি একটি গুরুতর গাড়ি দুর্ঘটনায় পড়ে থাকেন এবং যদি এমন হয় যে সেলুলার বা ওয়াইফাই সংযোগ পাচ্ছেন না, তাহলে আপনার আইফোন এসওএস স্যাটেলাইটের ব্যবহার করে  জরুরি পরিষেবা গুলোর সাথে যোগাযোগ করবে এবং আপনার লোকেশন পাঠাবে। এর জন্য অবশ্যই ফোনে থাকা Car Crash Detection অপশন টি Enable রাখা লাগবে

Face id with mask

আইফোনে ফেস আইডি ফিচার নতুন কিছু নয়, তবে এতদিন ফেস আইডি নিয়ে ব্যবহারকারীদের অনেক অভিযোগ থাকলেও সব অভিযোগের অবসান ঘটাবে iPhone 14 এর ফেস লক। এমনকি মাস্ক পরা অবস্থায়ও আপনার ফেস ডিটেক্ট করতে পারবে অ্যাপল এর অত্যাধুনিক A16 Bionic Chip

বাংলাদেশে আইফোন ১৪ এর বিভিন্ন ভ্যারিয়েন্টের প্রাইস কেমন?

বাংলাদেশে iPhone 14 এর ৪টি ভ্যারিয়েন্ট এভেইলেবল হয়েছে। দেশের বিভিন্ন মোবাইল ফোন শো রুম গুলো তে বিভিন্ন দামে ফোনগুলো বিক্রি হচ্ছে। বর্তমান আপডেট মার্কেট প্রাইস অনুযায়ী iPhone 14 এর বিভিন্ন মডেলের প্রাইস এখানে পর্যায়ক্রমে তুলে ধরা হলোঃ

Model

Storage

Price

iPhone 14 Pro Max

128GB

137,000/-

iPhone 14 Pro Max

256GB

147,000/-

iPhone 14 Pro Max

512GB

170,000/-

iPhone 14 Pro Max

1TB

195,000/-

iPhone 14 Pro

128GB

128,000/-

iPhone 14 Pro

256GB

137,500/-

iPhone 14

128GB

98,500/-

iPhone 14

256GB

112,000/-

iPhone 14 Plus

128GB

112,000/-

iPhone 14 Plus

256GB

123,000/-

বাংলাদেশে আইফোন ক্রয়ের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কোনটি?

দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোন বিক্রয়কেন্দ্র গুলোতে iphone এর লেটেস্ট/পুরাতন ভার্সন গুলো পাওয়া গেলেও বেশিরভাগ প্রতিষ্ঠানই আইফনের সাথে যথাযথ ওয়ারেন্টি নিশ্চিত করে না

অফিশিয়ালি আইফোনের সাথে অ্যাপল এক বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দিয়ে থাকে। তবে আমাদের দেশে অ্যাপল এর অথোরাইজড রিসেলার এবং সার্ভিস সেন্টার না থাকায় ক্রেতাদের ওয়ারেন্টি ক্লেইম নিয়ে নানা দুর্ভোগ পোহাতে হয়।

তবে আপনি যদি আইফোনের ওয়ারেন্টি নিয়ে কোন দুর্ভোগের শিকার হতে না চান তাহলে MC Solution BD থেকে আপনার পছন্দের আইফোন টি সংগ্রহ করতে পারেন।

কারণ MC Solution BD সকল অ্যাপল প্রোডাক্ট যেমনঃ iPhone, MacBook Pro, MacBook Air, iMac, Mac mini, iPad এর সাথে নির্ধারিত ১ বছরের অ্যাপল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অফার করে থাকে এবং সেই সাথে ওয়ারেন্টি জনিত সমস্যার সবচেয়ে দ্রুত আফটার সেলস সার্ভিস নিশ্চিত করে থাকে।

MC Solution BD থেকে ক্রয় করা MacBook এ কোন সমস্যা হলে তারা ব্যবহারকারী থেকে ডিভাইসটি সংগ্রহ করে দেশের বাইরে অথোরাইজড সার্ভিস সেন্টার ওয়ারেন্টি ক্লেইম করে নিয়ে আসে। এবং সবচেয়ে মজার বিষয়টি হলো, তারা সম্পূর্ন Free of Cost আফটার সেলস সার্ভিস দিয়ে থাকে এবং জেনুইন পার্টস দিয়ে রিপ্লেস করে থাকে।

তো আপনি যদি বাংলাদেশের মধ্যে আইফোন অথবা অ্যাপল প্রোডাক্ট ক্রয়ের সবচেয়ে নির্ভরযোগ্য স্থান খুজে থাকেন তাহলে নিঃসন্দেহে MC Solution BD কে প্রাধান্য দিতে পারেন।

Leave a Reply

Quit Menu
×