Apple M3 Chip Specification, Performance, and Price in Bangladesh

Apple M3 Chip Specification, Performance, and Price in Bangladesh
iMac and MacBook PRO with Apple M3 Chip Specification, Performance, And Price In Bangladesh | MC Solution BD

Apple M3 Chip Specification বিশ্বের সর্বপ্রথম ৩ ন্যানোমিটার বিশিষ্ট চিপ। এতে শুধু সিপিউ এবং জিপিউ কোর সংখ্যাই বাড়ানো হয়নি বরং আরো পাওয়ারফুল কিছু ফিচার এড করা হয়েছে। আজকের আলোচনায় এ প্রসেসরের আদ্যোপান্ত নিয়ে আলোচনা করা হবে।

Apple M3 Chip Specification প্রসেসর লাইনআপ এবং স্পেকস

তো চলুন দেখে নেয়া যাক রিলিজপ্রাপ্ত Apple M3 চিপ এর স্পেসিফিকেশন –

M3 Standard

এন্ট্রি-লেভেল M3 চিপটিতে 25 বিলিয়ন ট্রানজিস্টর। অ্যাপল দাবি করেছে এর 10-কোর জিপিইউ  M1 এর চেয়ে 65% দ্রুত গ্রাফিক্স পারফরম্যান্সের দিতে সক্ষম। এর 8-কোর CPU তে (4 Performance, 4 efficiency) রয়েছে যা কম্পিউটিং কাজের জন্য M1 থেকে 35% ফাস্ট। M3 বেজ মডেল 24GB পর্যন্ত ইউনিফাইড মেমোরি সাপোর্ট করে।

M3 Pro

এর পরে রয়েছে M3 প্রো চিপ, যাতে 37 বিলিয়ন ট্রানজিস্টর রয়েছে। এর 18-কোর GPU রয়েছে M1 প্রো থেকে 40% পর্যন্ত দ্রুত কাজ করে। এবং এতে থাকা 12-কোর CPU (6 performance, 6 efficiency) M1 প্রো-এর তুলনায় 30% দ্রুত Single Thread Performance সরবরাহ করতে পারে। M3 Pro- তে 36GB পর্যন্ত ইউনিফাইড মেমোরি সাপোর্ট করে।

M3 Max

সবশেষে, দেখা যাক Monstrous M3 Max আছে। এই প্রসেসরে 92 বিলিয়ন ট্রানজিস্টর এবং 40-কোর GPU রয়েছে যা M1 Max এর থেকে 50% দ্রুত। এর 16-কোর বিশিষ্ট CPU তে (12 performance, 4 efficiency) রয়েছে যা M1 Max থেকে 80% ফাস্ট। এই প্রসেসরটি 128GB পর্যন্ত ইউনিফাইড মেমরি সাপোর্ট করতে পারে। M3 ম্যাক্স ভিডিও এডিটিং এবং ভিডিও গেমের মতো ভারী কাজগুলি সহজেই পরিচালনা করতে পারবে।

 

M3

M3 Pro

M3 Max

CPU

8 Cores

12 Cores

16 Cores

GPU

10 Cores

18 Cores

40 Cores

Memory

Up to 24GB

Up to 36GB

Up to 128GB

Apple M3 Chip Specification
Apple Launches The 3 New M3 chips | MC Solution BD

Apple M3 Chip নতুন ফিচারস

“Apple silicon has completely redefined the Mac experience. Every aspect of its architecture is designed for performance and power efficiency,” said Johny Srouji

M3 চিপ কে বলা হচ্ছে বিশ্বের প্রথম ৩ ন্যানোমিটার চিপ যা সর্বপ্রথম Apple তাদের ম্যাকবুক এর জন্য বিল্ড করেছে।

এপল এর এই নতুন M3 Chip  এ  শুধু সিপিউ এবং জিপিউ কোরসংখ্যাই বাড়ানো হয়নি বরং আরো কিছু ফিচার যুক্ত করা হয়েছে যা এপল এর নিজস্ব সিস্টেম অন চিপ এ প্রথমবারের মত দেয়া হয়েছে। তো কি সেই নতুন ফিচার?

Dynamic Caching

ডায়নামিক ক্যাশিং নামে নতুন একটি ফিচার যুক্ত হয়েছে Apple M3 Chip এর GPU সাইডে। এটি রিয়েল টাইম কাজের সময় জিপিউ এর ব্যবহার সুনির্দিষ্ট করে এবং আরো দক্ষতার সাথে জিপিউ এর ব্যবহার নিশ্চিত করে।

এপল জানিয়েছে, বিগত M1 চিপের তুলনায় 2.5x রেন্ডারিং স্পিড দিতে সক্ষম এই চিপ। এছাড়াও একটি নতুন মিডিয়া ইঞ্জিনের যুক্ত করা হয়েছে যেটি এখন AV1 decode সাপোর্ট করবে যার ফলে আরও দক্ষ এবং উচ্চ-মানের ভিডিও এবং স্ট্রিমিং সেবা দিতে সক্ষম হবে এই চিপ।

আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে, Dynamic Caching-এর সাহায্যে, প্রতিটি কাজের জন্য কেবল প্রয়োজনীয় পরিমাণ মেমরি ব্যবহার করা হয়। ফলে যেসব কাজে অধিক জিপিউ পাওয়ার প্রয়োজন হয় যেমন ভিডিও এডিটিং এপ্স এবং গেমস এসব ক্ষেত্রে এই জিপিউ কাঙ্ক্ষিত পার্ফরম্যান্স দিতে সক্ষম হবে হবে।

Hardware-accelerated ray tracing

উইন্ডোজ ব্যবহারকারীরা এতদিন NVIDIA Graphics Card এর মাধ্যমে Ray Tracing ফিচারটির সুবিধা পাচ্ছিলো। Macbook এর গ্রাফিক্সে এই ফিচারটি এতদিন না থাকলেও এবার M3 চিপ এর মাধ্যমে প্রথমবারের মতো আসলো Ray Tracing ফিচার।

এর সাহায্যে গেম ডেভেলপমেন্ট এর মতো কাজগুলোতে আরো নিখুত জ্যামিতি প্রক্রিয়াকরণ আরও বেশি ক্ষমতা এবং দক্ষতা প্রদান করে জটিল কাজগুলি করতে সক্ষম করে৷

Apple M3 Chip Performance

এবার আসা যাক M3 Chip এর পার্ফরম্যান্স এর বিষয়ে। এপল জানিয়েছে, M3 Chip এর পার্ফরম্যান্স কোর M1 Chip এর তুলনায় ৩০% ফাস্ট এবং Efficiency Core M1 Chip এর তুলনায় ৫০% ফাস্ট। মাল্টি কোর পার্ফরম্যান্স এর ক্ষেত্রে M1 Chip এর অর্ধেক পাওয়ার ব্যবহার করে ৩৫% বেশি পার্ফরম্যান্স দেখাতে সক্ষম।

নিউরাল ইঞ্জিনের দিক থেকে M3 Chip পূর্বের M1 Chip এর তুলনায় ৬০% বেশি কার্যকর ভুমিকা পালন করবে। ফলে AI ইমেজ প্রসেসিং টুল, Adobe Premiere-এ সিন এডিট ডিটেকশন এবং Final Cut Pro-এ Smart Conform এর মতো কাজগুলো আরো দ্রুত করা যাবে।

Apple M3 Chip Specification
Apple MacBook PRO 2023 powered by M3 Chips key features | MC Solution BD

MacBook Pro with M3 Chips Price Price in Bangladesh

সবশেষে দেখা যাক, M3 চিপ ম্যাকবুক প্রো এর প্রাইস এর বিষয়ে। লঞ্চ করার পরেই এপল তাদের ওয়েবসাইটে প্রি অর্ডার প্রাইস আপডেট দিয়েছে।

Leave a Reply

Quit Menu
×

upto 25000tk 25000tk 25000tk off

Incredible deals on ASUS, LENOVO, MSI, and HP laptops. Upgrade your tech today!

Best Price

in Bangladesh

Free Gifts

Exciting Price

2 Years

International Warranty

Express delivery

in dhaka city