iMac with new chip is coming | Apple মানেই প্রিমিয়াম প্রোডাক্টের সাথে Top-notch ফিচারস এবং এক্সপেরিয়েন্স। তবে এই এপলের প্রোডাক্ট লাইনআপের মধ্যেই এমন কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলোর ব্যবহারকারীর সংখ্যা আইফোন কিংবা ম্যাকবুকের থেকে তুলনামুলক কম।
iMac হলো এপলের এমনই একটি স্বতন্ত্র প্রোডাক্ট লাইনআপ। মুলত যারা এপল Enironment এর মধ্যে একটি ডেস্কটপ পিসি চান তাদের জন্যই এ ডিভাইস টি। ২০২১ সালে সর্বশেষ iMac এর যে ভ্যারিয়েন্ট টি রিলিজ করেছিলো সেটি ছিলো M1 চিপ বিশিষ্ট। এরপর কেটে গেছে দুই বছর এবং এপলের চিপ সিরিজে যুক্ত আরো দুটি নতুন চিপ M2, M2 Pro, M2 Max, M2 Ultra। বর্তমান মার্কেটে M2 এবং M2 Pro চিপবিশিষ্ট ম্যাকবুক প্রো, MacBook Air, Mac Mini থাকলেও iMac লাইনআপে এখনো দেখা যায়নি পাওয়ারফুল M2 সিরিজের প্রসেসর।
এই দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে আগামী বছর, এবং সবকিছু ঠিক থাকলে আত্মপ্রকাশ ঘটবে Upgraded iMac। নতুন iMac এ কোন সিরিজের প্রসেসর দেখা যাবে এবং নতুন কোন ফিচার আসবে কিনা, এ ব্লগে তা নিয়েই আলোচনা করা হবে।
চলুন দেখে নেয়া যাক, আপকামিং iMac সম্পর্কে সর্বশেষ আপডেট খবর –
এক নজরে iMac ২০২১ এর স্পেসিফিকেশন
iMac কে বলা হয়ে থাকে All in one ডেস্কটপ কম্পিউটার। তবে এটি সচরাচর ডেস্কটপ থেকে একদমই ব্যতিক্রম কারন সাধারন ডেস্কটপ এর মতো এটি আপনাকে সেটাপ করতে হবে না। বরং iMac সম্পূর্ন Plug and Play অবস্থায় থাকে। অর্থাৎ এর জন্য আপনার আলাদা ডিসপ্লে কিংবা সিপিউ বিল্ড করতে হবে না।
এর অভাবনীয় ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এর জন্য আইম্যাক সারাবিশ্বের ডেস্কটপ ব্যবহারকারীদের কাছে একটি ড্রিম ডীভাইস বলা চলে (গেমারদের জন্য না)।
অ্যাপল ২০২১ এর এপ্রিলে সর্বশেষ iMac ভার্সন টি রিলিজ দিয়েছিলো। এর স্পেসিফিকেশন ছিলো –
- M1 chip (8 Core CPU and 7 Core GPU)
- 8GB RAM + 256GB SSD (Up to 16 GB RAM 2 TB SSD)
- 24″ 4K Retina Display (4096 x 2304)
- 1080p FaceTime HD camera
- Two Thunderbolt / USB 4 ports
- Magic Keyboard
- Weight – 4.46 kg
Apple iMac 24 inch M1 chip with 8‑core CPU and 8‑core GPU Unboxing in Bangladesh
Apple iMac 24 inch with M1 Chip Unboxing 2021। বাংলাদেশে এই প্রথম । Price in Bangladesh
iMac with new chip is coming | iMac ২০২৪ এ কোন প্রসেসর থাকবে?
২০২৪ সালে যে নতুন চিপবিশিষ্ট iMac আসবে সেটা এক প্রকার নিশ্চিত বলা চলে। জনপ্রিয় টেক ম্যাগাজিন টেক রাডার জানিয়েছে, আইম্যাক নিয়ে অ্যাপল এর বড়সড় পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে। গুঞ্জন শোনা যাচ্ছে, ৩২ইঞ্চি এর বিগ স্ক্রিন আইম্যাক আবারো আসতে পারে।
আপকামিং iMac এ কোন চিপ দেখা যাবে তা নিয়ে এতদিন বেশ জল্পনা কল্পনা চলছিল। অনেকেই বলছিলো নতুন আইম্যাক এ দেখা যাবে M3 চিপ। তবে দুদিন আগে অ্যাপল এনালিস্ট Ming-Chi Kuo জানিয়েছে, M3 chip নয় বরং নতুন iMac এ দেখা যাবে M2 চিপ।
আবার অন্যান্য রিউমার হতে জানা গেছে যে, অক্টোবরের শেষে যে এপলের ইভেন্ট টি হবে তাতে দেখা যেতে পারে ২৪” iMac এর Refreshed Version।
তাই ২০২৩ এর লাস্ট ইভেন্ট এর আগে পর্যন্ত আইম্যাক সম্পর্কে সঠিক প্রেডিকশন করা যাচ্ছেনা। কারণ আমরা সবাই জানি, এপলের ইভেন্ট মানেই নতুন চমক। Mark Gurman জানিয়েছে, অক্টোবরের ৩০/৩১ তারিখে এই ইভেন্ট এর এনাউন্সমেন্ট আসতে পারে।
রিলিজ ডেট এবং নতুন ফিচার
আপকামিং ম্যাকবুক এর রিলিজ ডেট সম্পর্কে এখনো সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না, তবে Bloomberg এর Mark Gurman এর দেওয়া এক বিবৃতি তে জানা গেছে, অক্টোবরের ৩০/৩১ তারিখে ২০২৩ iMac সম্পর্কে ঘোষনা আসতে পারে।
আপকামিং আইম্যাক এ নতুন কোন ফিচার যুক্ত হবে কিনা সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ধারনা করা হচ্ছে, প্রসেসর আপগ্রেড ছাড়া উল্লেখযোগ্য কোন আপগ্রেড দেখা যাবে না।
এছাড়াও, রিউমার শোনা যাচ্ছে যে, এপল ৩০” Mini LED Display বিশিষ্ট iMac Pro নিয়ে কাজ করছে, তবে প্রাইস বেশি হওয়ার কারণে এটি ২০২৫ এর আগে আসবে না মনে হচ্ছে। নতুন iMac-এ নতুন কোন ফিচার যুক্ত হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে কিছু সম্ভাব্য ফিচারের মধ্যে রয়েছে:
- Mini LED ডিসপ্লে
- 1080p FaceTime HD ক্যামেরা
- আরও বেশি পোর্ট
- ডিসপ্লে: নতুন iMac-এ 24-ইঞ্চি বা 32-ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে। 24-ইঞ্চি ডিসপ্লে বর্তমান iMac-এর মতো হবে, তবে 32-ইঞ্চি ডিসপ্লে একটি নতুন সংযোজন হবে।
এ মুহুর্তে M1 iMac কেনা কি ঠিক হবে?
অ্যাপল সাধারণত প্রতি এক থেকে দুই বছরে iMac রিফ্রেশ করে এবং লাস্ট ২০২১ iMac M1 Chip এর পর এখন পর্যন্ত নতুন আইম্যাক রিফ্রেশ আসেনি। যেহেতু তীব্র গুঞ্জন চলছে, ২০২৩ এর শেষের দিকে কিংবা ২০২৪ এ আসবে iMac রিফ্রেশ তাই সবদিক বিবেচনায় এ মুহুর্তে iMac M1 Chip ক্রয়ের উপযুক্ত সময় নয়।
আপনি যদি একটি আইম্যাক কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে আরো কিছুদিন অপেক্ষা করুন এবং বাজেট গুছিয়ে রাখুন। কারন নতুন চিপবিশিষ্ট আইম্যাক আসলে অবশ্যই তার প্রাইস তুলনামুলক একটু বেশি হবে এটাই স্বাভাবিক।
সবশেষে, আপনি যদি প্রফেশনাল কাজের জন্য একটি All in One Desktop Computer খুজে থাকেন সেক্ষেত্রে iMac হবে সবচেয়ে বেস্ট। কারণ এটি শুধু পাওয়ারফুল চিপ অফার করে না বরং এটি বহনযোগ্য এবং আপনি চাইলে সহজেই এটিকে বহন করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারবেন। এ মুহুর্তে M1 iMac কেনা ঠিক হবে কিনা তা নির্ভর করে আপনার প্রয়োজনের উপর। যদি আপনি একটি নতুন iMac কিনতে চান তাহলে অপেক্ষা করাই ভালো। কারণ নতুন চিপবিশিষ্ট iMac আসলে অবশ্যই তার প্রাইস তুলনামুলক একটু বেশি হবে।