লেনোভো এর নতুন গেমিং ল্যাপটপ Lenovo LOQ প্রাইস, ফিচারস এবং ওয়ারেন্টি

লেনোভো এর নতুন গেমিং ল্যাপটপ Lenovo LOQ প্রাইস, ফিচারস এবং ওয়ারেন্টি
Lenovo's New Gaming Laptop Lenovo LOQ Price, Features and Warranty in Bangladesh | MC Solution BD

গেমিং ল্যাপটপ এর জগতে লেনোভো বেশ পরিচিত একটি ব্র্যান্ড। গেমারদের চাহিদা অনুযায়ী নিত্য নতুন গেমিং ল্যাপটপ সরবরাহ করে মার্কেটে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে এই ব্র্যান্ড টি। Lenovo Legion গেমিং ল্যাপটপ এর নাম শুনেনি এমন গেমার পাওয়া মুশকিল।

এবার Lenovo Legion থেকে অনুপ্রানিত হয়ে তারা নিয়ে আসলো ব্র্যান্ড নিউ গেমিং ল্যাপটপ সিরিজ Lenovo LOQ। তবে Legion সিরিজের মত হাই প্রাইস নয় বরং বাজেটের মধ্যে নতুন জেনারেশন এর ইন্টেল এবং রাইজেন প্রসেসরের সাথে হাই – এন্ড 40 সিরিজ গ্রাফিক্সের কম্বিনেশন সহ গেমিং ল্যাপটপ সরবরাহ করাই এ সিরিজের মুল লক্ষ্য।

অনলাইন টেক ম্যাগাজিন Tech Radar এর রিভিউ অনুসারে,

“…the kind of mix between value and performance that’s long overdue in the gaming market.” –
TechRadar

আজকের ব্লগটি লেখা হয়েছে নতুন এ গেমিং ল্যাপটপের সম্ভাব্য প্রাইস, ফিচারস, পারফরম্যান্স এবং ওয়ারেন্টি নিয়ে। চলুন জেনে নেই এর স্পেসিফিকেশন এবং বিল্ড কোয়ালিটি কেমন হবে –

Lenovo LOQ: নামকরন

Lenovo তাদের নতুন সাব ব্র্যান্ড হিসেবে ঘোষনা দিয়েছে Lenovo LOQ । এ সাব ব্র্যান্ডের অধিনে শুধু গেমিং ল্যাপটপই নয়, বরং ডেস্কটপ বিল্ড এবং সরবরাহ করা হবে। ইতোমধ্যেই Lenovo LOQ Tower 17IRB8 নামকরণে কমপ্লিট ডেক্সটপ বিল্ড মার্কেটে এভেইলেবল হয়েছে। এতে রয়েছে 13th Gen Intel Core i7-13700 CPU এবং NVIDIA RTX 40-Series GPU। আপ টু 32GB 3200MHz DDR4 RAM এর সাথে 1 SSD and 2 HDD সাপোর্ট করবে এই ডেস্কটপ টিতে।

The Lenovo LOQ Tower | MC Solution BD
The Lenovo LOQ Tower | MC Solution BD

Lenovo LOQ Design and Display

Lenovo Ideapad Gaming Laptop এর কথা মনে আছে তো? ফার্স্ট লুক এ Lenovo LOQ গেমিং ল্যাপটপ টি দেখে আপনার সেই IdeaPad এর মত মনে হতে পারে তবে কালার, rear I/O notch এবং বিল্ড ডিজাইন দেখে নিশ্চিত হতে পারেন যে এটা IdeaPad নয়।

ল্যাপটপ টি তে কী-বোর্ড ছাড়া আর কোথাও RGB এর দেখা পাওয়া যায়নি, তাই অন্যান্য গেমিং ল্যাপটপ এর তুলনায় আপনি একে একটু বেশি মিনিমাল হিসেবে দেখতে পারেন।

১৫” ও ১৬” দুটি ভিন্ন ডিসপ্লে অপশন এভেইলেবল রয়েছে ল্যাপটপ টি তে। FHD/WQHD রেজ্যুলেশনে 144Hz এবং 165Hz রিফ্রেশ রেট আপনাকে দেবে সলিড গেমিং এক্সপেরিয়েন্স।

এছাড়াও, এর Blue accented Storm Grey চেসিস MIL-STD 810H6 standard কোয়ালিটি।

Lenovo LOQ gaming laptop front view | MC Solution BD
Lenovo LOQ gaming laptop front view | MC Solution BD
Lenovo LOQ gaming laptop Back View | MC Solution BD
Lenovo LOQ gaming laptop Back View | MC Solution BD

Lenovo LOQ: Models and Specifications

অফিশিয়ালি এখন পর্যন্ত লেনোভো লক এর ৪ টি ভ্যারিয়েন্ট মার্কেট এভেইলেবল হয়েছে এবং সবগুলোই ১৫.৬” ভ্যারিয়েন্ট। এ ভ্যারিয়েন্ট গুলো এবং তাদের স্পেসিফিকেশন যথাক্রমে নিচে দেয়া হলোঃ

LOQ (15″ Intel) with RTX 4050

Processor: 13th Generation Intel® Core™ i7-13700H Processor (E-cores up to 3.70 GHz P-cores up to 5.00 GHz)
Operating System: Windows 11 Home 64
Graphic Card : NVIDIA® GeForce RTX™ 4050 6GB GDDR6
Memory : 16 GB DDR5-5200MHz (SODIMM) – (2 x 8 GB)
Storage: 512 GB SSD M.2 2242 PCIe Gen4 QLC
Display : 15.6″ FHD (1920 x 1080), IPS, Anti-Glare, Non-Touch, 45%NTSC, 350 nits, 144Hz, LED Backlight, Narrow Bezel
Camera: 1080P FHD with Dual Microphone and Privacy Shutter
Keyboard: White Backlit, Storm Grey with Number Pad – English (US)
WLAN : Wi-Fi 6 2×2 AX & Bluetooth® 5.1 or above
Warranty: 1 Year Courier or Carry-in
Add-ons : 3-Month Xbox Game Pass

LOQ (15″ Intel) with up to RTX 4060

Processor: 13th Generation Intel® Core™ i5-13420H Processor (E-cores up to 3.40 GHz P-cores up to 4.60 GHz)
Operating System: Windows 11 Home 64
Graphic Card : NVIDIA® GeForce RTX™ 4050 6GB GDDR6
Memory: 8 GB DDR5-5200MHz (SODIMM)
Storage: 512 GB SSD M.2 2242 PCIe Gen4 TLC
Display : 15.6″ FHD (1920 x 1080), IPS, Anti-Glare, Non-Touch, 45%NTSC, 350 nits, 144Hz, Narrow Bezel
Camera: FHD with Dual Microphone
Keyboard: White Backlit, Storm Grey – English (US)
WLAN : Wi-Fi 6 2×2 AX & Bluetooth® 5.1 or above
Warranty: 1 Year Courier or Carry-in
Add-ons: 3-Month Xbox Game Pass

LOQ (15″ Intel) with RTX 3050

Processor : 13th Generation Intel® Core™ i5-13500H Processor (E-cores up to 3.50 GHz P-cores up to 4.70 GHz)
Operating System : Windows 11 Home 64
Graphic Card : NVIDIA® GeForce RTX™ 3050 6GB GDDR6
Memory : 8 GB DDR5-5200MHz (SODIMM)
Storage : 512 GB SSD M.2 2242 PCIe Gen4 QLC
Display : 15.6″ FHD (1920 x 1080), IPS, Anti-Glare, Non-Touch, 45%NTSC, 350 nits, 144Hz, LED Backlight, Narrow Bezel
Camera : 1080P FHD with Dual Microphone and Privacy Shutter
Keyboard : White Backlit, Storm Grey with Number Pad – English (US)
WLAN : Wi-Fi 6 2×2 AX & Bluetooth® 5.1 or above
Warranty : 1 Year Courier or Carry-in
Add-ons : 3 Month Xbox Game Pass


LOQ (15″ Intel) with RTX 3050

Processor : 13th Generation Intel® Core™ i5-13420H Processor (E-cores up to 3.40 GHz P-cores up to 4.60 GHz)
Operating System : Windows 11 Home 64
Graphic Card : NVIDIA® GeForce RTX™ 3050 6GB GDDR6
Memory : 8 GB DDR5-5200MHz (SODIMM)
Storage : 1 TB SSD M.2 2242 PCIe Gen4 TLC
Display : 15.6″ FHD (1920 x 1080), IPS, Anti-Glare, Non-Touch, 45%NTSC, 350 nits, 144Hz, LED Backlight, Narrow Bezel
Camera : 1080P FHD with Dual Microphone and Privacy Shutter
Keyboard : White Backlit, Storm Grey with Number Pad – English (US)
WLAN : Wi-Fi 6 2×2 AX & Bluetooth® 5.1 or above
Warranty : 1 Year Courier or Carry-in
Add-ons : 3 Month Xbox Game Pass

Lenovo LOQ: Features

চলুন এবার এক নজরে দেখে নেয়া যাক, লেনোভো লক গেমিং ল্যাপটপের উল্লেখযোগ্য ফিচারগুলো কি কি,

High-performance hardware

ইন্টেল এবং রাইজেন এর লেটেস্ট জেনারেশন প্রসেসর NVIDIA® GeForce RTX™ 40 Series GPU এর সমন্বয় Ultimate Gaming Experience প্রদান করতে সক্ষম। শুধু গেমিং নয়, স্ট্রিমিং এবং এডিটিং এবং ক্রিয়েশন সহ যে কোন কাজ স্মুথলি করা যাবে এ ডিভাইস এর মাধ্যমে।

Fast and responsive display

লেনোভো লক এর 15.6″ FHD ডিসপ্লে আপনার গেমিং অভিজ্ঞতাকে এক ভিন্ন মাত্রা দিবে। এর লাইটিং ফাস্ট 144Hz রিফ্রেশ রেট, লাইফলাইক কালার এবং 350-nit ব্রাইটনেস গেমিং এবং ভিডিও ওয়াচিং কে করে তুলবে প্রানবন্ত। এছাড়াও, এর ডিসপ্লে ডিসি ডিমিং ফিচার কম বিদ্যুত খরচ নিশ্চিত করে এবং দীর্ঘ গেমিং সেশনগুলির জন্য ব্যাটারির আয়ু বাড়াতে সাহায্য করে।

Advanced cooling system

মুলত হাইলি ভেন্টিলেশন এর কথা মাথায় রেখে এ ল্যাপটপের বেজ ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে ৪টি হিট পাইপ, dual 85mm 12V high-speed fans, 28.6% larger air intake, এবং 24% larger আউটলেট ভেন্ট যা দিবে whisper-quiet thermal solution।

Immersive audio

Improved অডিও এক্সপেরিয়েন্সের জন্য এতে যুক্ত করা হয়েছে Nahimic Audio by SteelSeries যা গেমারদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।

Lenovo LA AI Chip

লেনোভো Legion এ যে AI Engine+ ব্যবহার করা হয়েছিলো সেই একই LA1 AI Chip ব্যবহার করা হয়েছে লেনোভো লক এ। AI Powered Gaming Engine আপনার গেমের সাথে সামঞ্জস্য রেখে পার্ফরম্যান্স Improve করবে।

MUX Switch

লেনোভো লক ল্যাপটপ এর অন্যতম বৈশিষ্ট্য হলো, এতে রয়েছে MUX Switch। এর মাধ্যমে আপনি প্রয়োজন অনুসারে Integrated ও Dedicated গ্রাফিক্সের মধ্যে সুইচ করতে পারবেন। এছাড়াও এটি ল্যাটেন্সি Reduce, ব্যাটারি লাইফ অপটিমাইজেশন, এবং FPS বাড়াতেও সহায়তা করে।

Convenient connectivity

Connectivity পোর্ট এবং স্লট হিসেবে এই ল্যাপটপ টি তে রয়েছে,

  • 2 x USB-A 3.2 Gen 2 (10Gbps)
  • Ethernet (RJ45)
  • HDMI 2.1
  • Power-in
  • Electronic e-shutter switch
  • USB-A 3.2 Gen 1 (5Gbps)
  • USB-C 3.2 Gen 2 (10Gbps, DisplayPort™ 1.4, 140W power delivery)
  • Headphone/mic combo

Lenovo LOQ: Performance

ল্যাপটপ টির ১৫” ভ্যারিয়েন্টে রয়েছে 60Whr battery যা সর্বোচ্চ ৬ ঘন্টা গেমিং স্ট্যান্ডবাই ব্যাকআপ প্রদান করবে। ১৬” ভ্যারিয়েন্টে রয়েছে 80Whr battery যা সর্বোচ্চ ৭ ঘন্টা ব্যাটারি সাপোর্ট দিবে। দুটি ভ্যারিয়েন্টেই ফাস্টার চার্জিং সাপোর্ট হিসেবে রয়েছে Super Rapid Charge Pro।

Lenovo LOQ: Warranty

লেনোভো এর অন্যান্য ল্যাপটপ গুলোর মতো এর সাথেও ২ বছরের অফিশিয়াল ওয়ারেন্টি দেয়া হয়েছে। বাংলাদেশ থেকে গেমিং ল্যাপটপ কেনার সময় অনেকেই ওয়ারেন্টি নিয়ে দুশ্চিন্তা করে থাকেন। যেহেতু বাংলাদেশে এসব World Class ব্র্যান্ড গুলোর কোনো Authorized সার্ভিস সেন্টার নেই, তাই জেনুইন পার্টস সহ ওয়ারেন্টি ক্লেইম করা সম্ভব হয় না।

তবে MC Solution BD থেকে ল্যাপটপ কেনার সুবিধা হলো, আপনাকে ওয়ারেন্টি নিয়ে কোন দুশ্চিন্তা করতে হবে না। কারণ আমাদের থেকে ক্রয়কৃত ল্যাপটপ এ ওয়ারেন্টি জনিত কোন সমস্যা দেখা দিলে আমরা ডিভাইস টি কাস্টমার থেকে সংগ্রহ করে সরাসরি মালয়েশিয়া/সিংগাপুর Authorized সার্ভিস সেন্টারে পাঠিয়ে ওয়ারেন্টি ক্লেইম করে দিয়ে থাকি।

যদিও এক্ষেত্রে ২০-২৫ দিন সময় লেগে যায়, তবে এই পুরো প্রসেস টি আমরা ফ্রী তে করে দিয়ে থাকি, অর্থাৎ, এর জন্য আপনাকে কোন খরচ বহন করতে হবে না।

Price and Availability

লেনোভো লক এর সকল ভ্যারিয়েন্ট এখনো মার্কেটে এভেইলেবল হয়নি। MC Solution BD তে সকল গেমিং ল্যাপটপ এর সম্ভাব্য রিলিজ ডেট, প্রাইস, এবং আপকামিং ল্যাপটপ নিউজ পাবেন। তাই আপকামিং লেনোভো লক সিরিজ ল্যাপটপ এর প্রাইস এবং স্টক আপডেট জানতে আমাদের ফেসবুক পেইজ এবং ওয়েবসাইটের সাথে কানেক্টেড থাকুন।

এখন পর্যন্ত লেনোভো মোট ২ টি ভ্যারিয়েন্ট মার্কেটে নিয়ে এসেছে, এ দুটি হলো –

Lenovo LOQ 15IRH8 82XV0078MJ Gaming Laptop | 15.6” WQHD 165Hz | 13th Gen Intel Core i5-13420H | 8GB DDR5 | 512GB SSD | RTX4050 6GB | W11 | Storm Grey Price – 149,000/-

Lenovo LOQ 15IRH8 82XV0079MJ Gaming Laptop | 15.6” WQHD 165Hz | 13th Gen Intel Core i7-13620H | 8GB DDR5 | 512GB SSD | NVIDIA GeForce RTX4050 6GB | W11 | Storm Grey Price – 178,000/-

লেনোভো অফিশিয়াল তথ্য অনুসারে এ সিরিজের অন্যান্য ল্যাপটপগুলোর সম্ভাব্য রিলিজ ডেট এবং প্রাইস নিচে দেয়া হলোঃ

  • The Lenovo LOQ 16IRH8 with Intel Core processor will start at $1,149.99 and is expected to be available starting May 2023
  • The Lenovo LOQ 16APH8 with AMD Ryzen processor will start at $1149.99 and is expected to be available starting June 2023
  • The Lenovo LOQ 15IRH8 with Intel Core processor will start at $899.99 and is expected to be available starting April 2023
  • The Lenovo LOQ 15APH8 with AMD Ryzen processor will start at $899.99 and is expected to be available starting May 2023

তো এই ছিলো Brand New Lenovo Laptop সম্পর্কিত যাবতীয় তথ্য। নিত্য নতুন এমন ল্যাপটপ রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন।

Leave a Reply

Quit Menu
×