Macbook Pro M2 Max 14 & 16 Inch এর সর্বশেষ লিক্স এবং সম্ভাব্য প্রকাশের তারিখ!

Macbook Pro M2 Max 14 & 16 Inch এর সর্বশেষ লিক্স এবং সম্ভাব্য প্রকাশের তারিখ!

আপনি যদি ভেবে থাকেন আপনার জন্য একটি প্রিমিয়াম ল্যাপটপ চাই যেটাতে আপনি নির্দিধায় চার থেকে পাঁচ বছর কোন প্রকার সমস্যা ছাড়াই চালাতে পারেন তবে, অ্যাপল এর Macbook আপনার জন্য বেস্ট তা বলার অপেক্ষা রাখে না। সংবাদ মাধ্যমকর্মী, কন্টেন্ট ক্রিয়েটর এবং সফটওয়্যার ডেভেলপারদের এমনকি ডিজাইনার প্রত্যেক এর কাছে ম্যাকবুক বেশ জনপ্রিয় একটি ডিভাইস। এর প্রধান কারণ হচ্ছে macOS , অ্যাপলের নিজের অপারেটিং সিস্টেম। এছাড়া ম্যাকবুকের অসাধারণ বিল্ড কোয়ালিটি এবং লো মেইনটেনেন্সের ব্যাপার তো আছেই । এরই মধ্যে Apple তাদের নতুন কিস্তি Macbook Pro M2 Max বাজারে আশার বেশ কিছু লিকস দিয়ে দিয়েছে। 

গত পাঁচ বছরে খুব কম সময়ে এমন হয়েছে যে Apple inc জানুয়ারি-ফেব্রুয়ারিতে তাদের প্রডাক্ট লঞ্চ করেছে। কিন্তু করোনার পরবর্তী সময় চিপসেট সর্টেজ এর কারনে তারা নিজস্ব সময়সীমার মধ্যে তাদের নতুন প্রডাক্ট লঞ্চ করতে পারে নি। আশা করা যাচ্ছে ২০২৩ এর মার্চের শুরুর দিকে লঞ্চ করতে যাচ্ছে নতুন Macbook Pro M2 Max. সেই ২০২০ এর পর থেকে Apple তাদের Macbook সিরিজে নিয়মিত Apple Cilicon Chioset দিয়ে বাজারে রাজত্ব করে যাচ্ছে। Macbook এর লাস্ট রিলিজে ছিলো চমক দেয়া ১৪”/১৬” এর M1 Pro-16 Core  চিপসেট এবং M1 Pro Max-32 Core চিপসেট দিয়ে। আলোচনার আরো একটি বিশেষ অংশ জুরেই আছে Apple Macbook Pro M2 Max ল্যাপটপটি।

Apple M2 Max সিরিজের যে সব লিকস আমাদের হাতে এসেছে, এগুলোর দিকে তাকালে লিকস অনুযায়ী এবছর Apple এর Macbook Pro M2 Pro এর পর পর অর্থাৎ ধারনা করা হচ্ছে শুরুর দিকেই আসতে চলছে সর্বকালের সেরা Macbook Pro M2 Max ভার্সন।

এ বছর জুলাইয়ে যখন Macbbook Air 2022 এবং Macbook Pro M2 রিলিজ হয় এর কিছুদিন পরেই বেশ কিছু ছবি ইন্টারনেট এ বেশ ছবি ভাইরাল হয় 3 NM technology fabric এর চিপসেট দিয়ে Apple তাদের Macbook সিরিজের পরের ল্যাপটপ আনতে যাচ্ছে। কিন্তু সময় যত গরিয়েছে আমাদের ধারনা পাল্টে দিয়েছে Macbook Pro M2 Pro,

কারন ল্যাপটপটি বাজারে আসবে এ সময়ের লেটেস্ট 3NM Technology এ চিপসেট দিয়ে। কিন্তু আসলে সে সময়ে যে ভাইরাল নিউজটি ছিলো তা পুরোপুরি মিথ্যা ছিল না এটি মূলত আসবে ২০২৩ এর Apple Macbook Pro M2 Max এর চিপসেট দিয়ে। ধারনা করা হচ্ছে এই সিরিজের ল্যাপটপগুলো আগের জেনারেশনের M1 চিপসেটের সাথে আসা ল্যাপটপগুলোর থেকে প্রায় ৩৫-৩৮% বেশি পাওয়ারফুল হতে যাচ্ছে Apple Macbook Pro M2 Pro. অনেকেই তো রিলিজ হবার আগেই একে একটা প্রডাক্টিভিটি বিস্ট বলে উপাধি দিয়ে দিয়েছে। তাহলে এর থেকেও বেশি পাওয়ারফুল চিপসেট সাথে 3NM টেকনোলজির চিপসেট কেমন ধামাকা দিবে সেই অপেক্ষায় গোটা বিশ্ব। তো চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনা করা যাক Macbook Pro M2 Max নিয়ে।

whats new in macbook pro m2 max

কি নতুনত্ব থাকছে? 

Apple Macbook Pro M2 Max এর চিপসেটই সর্বপ্রথম 3 NM Technology Fabric Based চিপসেট দিয়ে বাজারে আলোচনার ঝর তুলবে এ নিয়ে কোন সন্দেহ নেই বললেই চলে। M2 Max চিপসেট এ থাকবে 12 Core CPU (6 Core Performance + 6 Core Efficiency) সাথে 38 Core GPU

যার মধ্যে আবার 24 Core Natural Engine With Upto 600 GB/s ব্যান্ডউইথ। যা ইফিসিয়েন্সি এবং প্রোডাক্টিভিটিতে অন্য এক উচ্চতায় নিয়ে যাবে এই ভার্সনটিকে। এছাড়াও RAM থাকবে upto 48GB, 14″/16″ ডিসপ্লের সাথে সময়ের সেরা একটা ল্যাপটপ হবে এটা বলাই যায়।

কতটা শক্তিশালি হতে চলছে ব্যবহৃত m2 max চিপ?

এক বিবৃতিতে বলা হয়েছিলো M2 Pro চিপসেটটি 10 Core Cpu হওয়ায় প্রায় ডাবল বেশি পার্ফরমেন্স দিতে সক্ষম যা M2 Max চিপসেটে বেরে দারাবে 12 Core CPU, এতে 6 Core Efficiency এবং 6 Core Performance এর জন্য যার প্রেক্ষিতে অৱমোস্ট ২৪% বেশি পাওয়ারফুল হবে বলে ধারনা করাই যায় অন্যদিকে Upto 38 Core GPU আপনি ভাবতেই পারবেন না কি ধরনের বিস্ট Apple তাদের নতুন লাইনআপে আ তে যাচ্ছে। কিন্তু এটা ডিলেই হবার মূল কারন হচ্ছে গ্লোবাল চিপ সটেজ। ধারনা করা হচ্ছে ২০২৩ এর ফেব্রুয়ারি এর মধ্যেই এই চিপ সর্টেজ এর থেকে বের হয়ে আসতে পারবে তারা। 

কেন macbook pro m2 max আলাদা অন্যান্য মডেলের তুলনায়?

Macbook সিরিজের নতুন গল্প Macbook Pro M2 Max ল্যাপটপ আসছে নতুন Os MacOS 13.3 এর পরিচ্ছন্ন একটি UI এর সাথে। আমরা বরাবরই দেখেছি Apple এর Phone এবং Mac অন্যান্য UI এর থেকে অনেক বেশিই অপটিমাইজড। যে কারনে পার্ফরমেন্স এবং প্রডাক্টিভিটির জন্য Apple এর ম্যাকবুকের কোন তুলনা নেই। তো চলুন এবারে দেখে নেয়া যাক কি বিশেষ ফিচার থাকছে এই Macbook Pro M2 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন।

  • Upto 12 Core CPU (6 Core Efficiency + 6 Core Performance)
  • Upto 38 Core GPU 
  • Upto 600 GB/s bandwidth memory bandwidth for superfluid multitasking and working with massive files.
  • 14/16″ Retina Ips Display 
  • Upto 96 GB Ram
  • Updated Security Promises.

তাহলে কি শুধুমাত্র UI, যা Macbook এর নতুন কিস্তি নিয়ে হইচই ফেলে দিয়েছে? একদমই না ব্যাপারটা পুরটাই বিপরীত। 14″/16″ এর নতুন Apple Macbook Pro M2 Max এর চিপসেট এ রয়েছে। ২০২২ এর জুলাই এ Macbook Pro M2 Pro নামের যে ল্যাপটপ Apple তাদের লাইনআপে যুক্ত করবে তার স্পেসিফিকেশন দেখলে বোঝা আসল লেভেল আপের বিষয়টি।

14″ ডাগোনাল ডিসপ্লে যুক্ত এই Pro M2 Pro  তে চিপসেট হিসেবে ব্যাবহার করা হবে M2 Pro চিপসেট, M2 চিপসেট মূল Apple এর সেকেন্ড জেনারেশন এর 3 Nanometer technology তে বিল্ড করা একটি চিপসেট এতে রয়েছে 8 Core Cpu (4 core performance+ 4 core efficiency) এবং 12 core GPU 19-core Neural Engine এর সাথে 200 gb/s ব্যান্ডউইথ যার কারনে হেবি মার্টি টাস্কিং এ বেশ স্ট্যাবল পারফর্মেন্স দেখাতে পারে এটি। যার সর্বোচ্চ Ram 48 GB পর্যন্ত বাজারে পাওয়া যাযে। 

এবং Apple Macbook Pro M2 Max এর যে রুমারস বা লিংকস পাওয়া যাচ্ছে এতে বলা হচ্ছে নতুন Pro M2 Max এর চিপসেট হবে এর থেকে ২০০% বেশি ইফেক্টফুল। M2 Max চিপসেট এ থাকবে 12 Core CPU (6 Core Performance + 6 Core Efficiency) সাথে 38 Core GPU.

Whats difference in new macbook pro m2 pro

কোন কোন পরিবর্তনগুলো লক্ষ করা যাবে ম্যাকবুক প্রো এম ২ মেক্সে?

সর্বপ্রথম যে পরিবর্তন লক্ষনীয় সেটা হচ্ছে এর সাইজ Apple Macbook ইতিহাসে এর আগে কখনই 14″/16″ এর ডায়গোনাল সেপের ল্যাপটপকে বাজারে আনতে দেখা যায় নি। যা M2 Pro & Max ভার্সনের মধ্যে দিয়েই প্রথমবারের মত। অন্যদিকে যদি স্পেসিফিক Apple Macbook Pro M2 Max এর দিকে লক্ষ করি তাহলে বলতে হবে এর বিশেষ ক্ষমতা সম্পূর্ণ চিপসেট যা 12 Core CPU এবং 38 Core GPU, Upto 96 GB Ram এর ব্যাবহার। এক কথা অনুলনীয় বলতেই হবে। Apple এর নতুন সব ইনভেনশনস দিয়ে বাজারে যে পরিমান চাহিদা তারা সৃষ্টি করছে এটা নিয়ে নতুনভাবে কিছু বলার নেই তবে Apple Macbook Pro M2 Max নয় শুধু M2 সিরিজের প্রতিটি ল্যাপটপ বাজারে বেশ ভালো অবস্থানে থাকবে সেটা ব্রান্ডভ্যালু হোক বা পারফরম্যান্স।

সম্ভাব্য প্রকাশের তারিখ?

বর্তমানে বিশ্ব বাজারে এক প্রকার চিপসেট এর মন্দাই যাচ্ছে বলা যায়। ধারনা করা হচ্ছে ২০২৩ এর ফাস্ট কোয়ার্টার এর মধ্যেই Apple এর নতুন MacBook Pro M2 Max বাজারে চলে আসবে। 

Leave a Reply

Quit Menu
×

upto 25000tk 25000tk 25000tk off

Incredible deals on ASUS, LENOVO, MSI, and HP laptops. Upgrade your tech today!

Best Price

in Bangladesh

Free Gifts

Exciting Price

2 Years

International Warranty

Express delivery

in dhaka city