একটু ভাবুন তো? 14″ অথবা 16″ এর একটি ল্যাপটপে যদি সর্বোচ্চ 48 GB DDR5 Ram, 3 NM Technology এর ফ্যাব্রিকেশন এ সুপার ফাস্ট চিপসেট থাকে? আপনি হয়তো ভাবছেন এইটা কি সম্ভব? হ্যা ঠিকই ভাবছেন গত জুলাই এর M2 এর পর নভেম্বার বা ডিসেম্বর নাগাদ আসছে এযাবতকালের সবথেকে হাইপ তৈরি করা Apple Macbook Pro M2 Pro. যা পূর্বের ভাসর্নের তুলনায় হতে চলছে আরো শক্তিশালি!
আজ থেকে প্রায় তিন বছর আগে Apple সর্বপ্রথম তাদের Macbook Air সিরিজে নিজস্ব M1 নিজস্ব চিপসেট দিয়ে ল্যাপটপ বাজারজাত করে। এরপর থেকেই যেন Apple এর প্রোডাক্টিভিটির জন্য বাজারে বিশাল ক্রেতার বাজার সৃষ্টি করে Apple এর এই M1 সিরিজের ল্যাপটপগুলো। একই সিরিজের M1 Pro & M1 Max বাজারে বলতে গেলে একচেটিয়া ব্যাবসা করে। এটা বললে ভুল হবে না যে শুধু গেমিং নয় প্রফেশনাল এবং প্রোডাক্টিভিটি কাজের জন্য প্রায় ৭০% মানুষের প্রথম পছন্দ ছিল এই M1 সিরিজের ল্যাপটপ। বাজারের এমন সাফল্যের পর প্রায় তিন বছর পর Apple বাজারে আনতে চলেছে তাদের M2 সিরিজের দ্বিতীয় কিস্তি M2 Pro মডেলের ল্যাপটপ। ধারনা করা হচ্ছে এই সিরিজের ল্যাপটপগুলো আগের জেনারেশনের M1 Pro চিপসেটের সাথে আসা ল্যাপটপগুলোর থেকে প্রায় ৩৫-৩৮% বেশি পাওয়ারফুল হতে যাচ্ছে। অনেকেই তো রিলিজ হবার আগেই একে একটা প্রডাক্টিভিটি বিস্ট বলে উপাধি দিয়ে দিয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে M2 সিরিজের নতুন মডেল Macbook Pro M2 Pro নিয়ে বিস্তারিত আলোচনা কর যাক!

কেন macbook pro m2 pro আলাদা pro m2 থেকে?
Apple এর নিজস্ব Macbook সিরিজের ল্যাপটপ এর রিলিজ প্যার্টার্ন আপনাকে দ্বিধায় ফেলতে বাধ্য করবেই। ২০১৬ সালে যখন সর্বপ্রথম তারা তাদের ল্যাপটপ সিরিজ নিয়ে আসে তাতে কিন্তু চিপসেট হিসেবে M1 ব্যাবহার করে নি। তাতে Intel এর চিপসেটের সাপোর্ট দিয়েছিলো। যেটার বিক্রি এভারেজ বলা যায়। এত ঘুরাচ্ছি কেন? আসলে Macbook এর মডেলের সাথে প্রতিবছর একধরনের ট্রিকপ্লে করা হয় মোটামুটি ভাবে Apple এর ল্যাপটপ সিরিজে নামের ভিতর আপনি খুববেশি পার্থক্য খুঁজে পাবেন না তাদের পুরো সিরিজ Air, Pro, Mini, Max এই চারটি এবং ল্যাপটপে ব্যাবহৃত চিপসেট সাথে রিলিজের বছর যুক্ত করেই নামগুলো চলে আসছে।
২০২২ এর জুলাই এ Macbook Pro M2 নামের একটি ল্যাপটপ Apple তাদের লাইনআপে যুক্ত করে। স্পেসিফিকেশন দেখলে বোঝা যায় আসল লেভেল আপের বিষয়টি। ১৩.৩ ইঞ্চি ডাগোনাল ডিসপ্লে এবং চিপসেট হিসেবে ব্যাবহার M2 করা হয়েছিলো। M2 চিপসেট মূল Apple এর সেকেন্ড জেনারেশন এর 5 Nanometer technology তে বিল্ড করা একটি চিপসেট এতে রয়েছে 8 Core Cpu (4 core performance+ 4 core efficiency) এবং 10 core GPU 16-core Neural Engine এর সাথে ১০০ gb/s ব্যান্ডউইথ যার কারনে হেবি মার্টি টাস্কিং এ বেশ স্ট্যাবল পারফর্মেন্স দেখাতে পারে এটি। যার সর্বোচ্চ Ram 24 GB পর্যন্ত বাজারে পাওয়া যায়। অন্যদিকে ২০২২ এর শেষের দিকে Macbook এর যে Pro M2 Pro মডেলের ল্যাপটপটি বাজারে আসবে তাতে দেখা যাবে একই চিপসেট M2 কিন্তু এই M2 আগের M2 এর থেকে অনেক বেশি শক্তিশালি। প্রশ্ন আসতে পারে কেন? যদি স্পেসিফিকশনের দিকে লক্ষ করি তাহলে বুঝতে পারব কেন শক্তিশালি। এখন পর্যন্ত Macbook Pro M2 Pro এর যে লিকস পাওয়া গেছে তাতে জানা যায় যে এই চিসপসেটে 10 Core CPU (Performance+Efficiency) কোর দেখা যেতে পারে অন্যদিকে GPU সেকশনে যার সংখ্যা বেড়ে দারাবে Upto 20-Core Neural Engine with 400 gb/s ব্যান্ডউইথ। Ram যা আগে সর্বোচ্চ 24 জিবি পর্যন্ত পাওয়া যেত তা এই মডেলে এসে 48 জিবি পর্যন্ত পাওয়া যাবে। তো এক কথায় বলা যায় পার্ফমেন্সে আগেও M2 একটি বিস্ট চিপসেট ছিল যা এখন আরো আপডেট হয়ে অন্য চিপসেটের ধরা ছোয়ার বাইরে চলে যাবে নিশ্চিত।

কি বিশেষ ফিচার পেতে চলছে ক্রেতারা macbook pro m2 pro এর মাঝে?
Apple এর নতুন মডেল Macbook Pro M2 Pro ল্যাপটপটি আগের মডেল Pro M2 এর থেকেও অনেক বেশি পাওয়ারফুল এবং স্ট্যাবল হবে বলে Apple কতৃপক্ষের দাবি। তবে আমরা স্পেকস এ বিশ্বাসী। স্পেকস এর তুলনায় পূর্বের সিরিজ থেকে এটা ক্রেতাদের জন্য কতটা ভালো অপশন, তা Macbook Pro M2 Pro এর স্পেসিফিকেশন এর মাধ্যমে বিবেচনা করা যাক।
- Up to 10 Core CPU (5 Core Efficiency + 5 Core Performance)
- Up to 20 Core GPU
- Up to 400 GB/s bandwidth memory bandwidth for superfluid multitasking and working with massive files.
- 14″ Retina Ips Display
- Up to 48 GB Ram
- Updated Security Promises.
Apple এর ল্যাপটপ মূলত প্রোডাক্টিভিটি এর জন্য ক্রয় করা হয়ে থাকে। সুতরাং Apple তাদের পরবর্তী সিরিজে যে আপগ্রেড আনতে চলেছে, বলাই যায় যা তাদের মার্কেট ভ্যালু আর কয়েক গুন বাড়িয়ে দেবে।

M2 pro প্রসেসর কতটা শক্তিশালি হবে?
এখন পর্যন্ত যে লিকস এসেছে Apple Macbook Pro M2 Pro এর আপগ্রেড মূলত হয়েছে এর চিপসেটের উপর। পূর্ববর্তী মডেলে যা 5 Nanometers technology বেজড করে তৈরি করা হয়েছিলো তা বর্তমানে এই ভার্সনে আরো আপগ্রেড হযে 3 Nanometres technology বেজড করা হয়েছে, যা পারফর্মেন্স এ বিশাল তফাত লক্ষনীয় হবে তা বলাই বাহুল্য।
এরই মধ্যে কিছু টেস্টিং এ এই প্রসেসটা এর বেশ কিছু পার্ফরর্মেন্স টেস্টে এটি কতটা শক্তিশালী তার নমুনা পাওয়া গেছে।
Apple তাদের এক বিবৃতিতে জানায়, M2 চিপসেট এর প্রায় ৯০% বেশি পারফরম্যান্স দিতে পারে শুধুমাত্র এক চতুর্থাংশ শক্তি ব্যাবহার করেই। ৮ কোর বিশিষ্ট Macbook Pro M2 ল্যাপটপ গিগবেঞ্চ টেস্টে সিঙ্গেল কোর এ ১৯৭৩ এবং মাল্টিকোর পার্ফরমেন্স এ ৮৯০৮ দিতে পারে। তাহলে ১০ কোর বিশিষ্ট Macbook Pro M2 Pro সিঙ্গেল এবং মাল্টিকোর এ যে বিশাল এক পারফরম্যান্স বিশাল জাম্প দেবে তা বলাই যায়।
সম্ভাব্য প্রকাশের তারিখ?
এখন পর্যন্ত আমাদের যে সকল লিকস পাওয়া গিয়েছে তার উপর ভিত্তি করে বলাই যায় যে, ২০২২ এর শেষভাগ অর্থাৎ নভেম্বর এর শেষ সপ্তাহ বা ডিসেম্বর এর প্রথম সপ্তাহে অ্যাপল তাদের Apple Event ইভেন্টের মধ্যে দিয়ে লঞ্চ করবে Macbook Pro M2 Pro। এরপরেই পর্যাক্রমে Macbook Pro M2 Max এবং Macbook Pro M2 Ultra বাজারে আসবে।
