মাত্র ২.৫ মিলিয়ন ডলার ফান্ডিং নিয়ে একটি চিপসেট কোম্পানি ১৯৬৮ সালে রবার্ট নিকলের হাত ধরে যাত্রা শুরু করে। আসলে কেউ কি ভেবেছিলো যে সেই ২.৫ মিলিয়ন ডলারের কোম্পানি একদিন ১৬০ বিলিয়ন ডলারের নেট গ্রোথের কোম্পনি হিসেবে পৃথিবীতে আবর্তিত হবে? তাও আবার মাত্র ৫০ বছর অতিক্রম করতে না করতেই! হ্যা আমরা কম্পিউটার জগৎতের জায়ান্ট কোম্পানি Intel কে নিয়েই কথা বলছি। বিশ্বাসযোগ্য না হলেও সত্য যে মাত্র ৫০ বছরের কিছু বেশি সময় ধরে চলা একটি অ্যামেরিকান কোম্পনি বর্তমানে আকাশচুম্বী গ্রোথ দেখে হয়ত সয়ং রবার্ট নিকলও হেসে ওঠেন।
সম্প্রতি Intel তাদের নতুন গেম চেঞ্জার Intel 13th Gen এর প্রসেসর বাজারে আনে,যা বর্তমান বাজারে অন্য কম্পিটেটরদের থেকে যেন একহাত দেখিয়ে দিয়েছে কেন Intel সবার সেরা।
ব্যাপপারটা বুঝতে হলে একটু পিছনে ফিরে তাকাতে হবে। তখন সবে মাত্র পৃথিবী করোনার ছোবল থেকে বেরিয়ে আসতে শুরু করেছে ২০২০ এর শেষের দিকে Intel এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী AMD বাজারে নিয়ে আসে তাদের সে সময়ের বেস্টসেলার AMD 5600G, ইনবিল্ড গ্রাফিক্স থাকায় এবং পারফর্মেন্স এ তুলোধুনো করা এই প্রসেসরের সর সময়ে দাম ধরা হয় ২৩৮০০ টাকার মত। যা রীতিমতো হাইপ সৃষ্টি করে বাজারে।
এরপরে তাদেরই বেশ কিছু চিপসেট বাজারে আসে কিন্তু 5600G কে বিট করতে সক্ষম হয় না এই প্রাইস ব্রাকেটে। এরপর আসে Intel এর 13th Gen এর প্রসেসর গুলো, আসার পর পর এমনভাবে মার্কেট রিচ করতে শুরু করে যার ধাক্কায় AMD তাদের প্রাইস কমাতে কমাতে 5600G এর প্রাইস ১৪৩০০ টাকাতে নিয়ে আসে কিন্তু লাভ হয় নি। এখন তারা Intel কে বিট করতে পারেনি। এ ঘটনা থেকেই বোঝা যায় Intel তাদের প্রডাক্টে কি পরিমানে কাজ করেছে।

কেন 13th Generation এক ধাপ এগিয়ে থাকবে পূর্বের ভার্সনের তুলনায়?
পূর্বের ভার্সন তথা Intel এর 12th Generation এর প্রসেসর এর তুলনায় Intel 13th Gen প্রসেসরগুলো বিশেষভাবে পরিমার্জিত হয়ে বাজারে এসেছে। কেন বলছি একথা একটু পরেই অনুধাবন করতে পারবেন। সাধারনত আমরা মোবাইলের প্রসেসরগুলোর টেকনোলজিস নিয়ে বেশি কিউরিয়াস কারন যত কম NM technology তে মোবাইল এর প্রসেসর তৈরি হয় সেগুলো তত ভালোভাবে অপটিমাইজেশন করা এবং পাওয়ার ও প্রোডাক্টিভিটি তে কাজ করে।
Intel এর পূর্বের জেনারেশনের 12th Gen এর প্রসেসর ছিলো 12 NM Technology Fabric এ তৈরি অন্যদিকে নতুন 13th Gen এ যা 10 NM Technology Fabric এ তৈরি। এছাড়া পারফর্মেন্স এর দিক দিয়ে 13th প্রসেসরগুলো পূর্বের 12th Gen এর তুলনায় 2X স্পিড প্রভাইড করতে পারে। এর সাথে Thunderbolt 4, Wifi 6 যুক্ত হওয়ায় প্রসেসরটি যেন পার্ফরমেন্স এ অন্য মাত্রা যুক্ত করে। তো একথা বলাই যায় Intel 13th Gen প্রসেসরগুলো পুরোপুরি বিস্ট।
13th Generation এর সর্বশেষ তথ্য?
Intel 13th Generation এর ৬টি প্রসেসর প্রথমে বাজারে আসছে এর মধ্যে Intel Core i5, i7, i9 এর প্রত্যেকটির দুইটি দুইটি করে প্রসেসর প্রথমে বাজারে আসবে তবে পরবর্তীতে আরো কিছু চিপসেট বাজারে আসবে। দুইটির মধ্যে একটি থাকবে K সিরিজের অর্থাৎ 13700k এবং অপরটি F 13700KF এভাবে প্রত্যেকটির দুইটি করে প্রসেসর বাজারে আসছে। এই ৬ টি প্রসেসর বাজারে এসেছে সেপ্টেম্বরের ২২ তারিখ তবে প্রসেসরগুলো পুরোপুরিভাবে বাজারজাত হতে হয়ত আরো তিন মাসের মত সময় লাগবে। বৈষিক অবস্থার উন্নতি হলে হয়ত আরো দ্রুত আসতে পারে বলে ধারনা করা হচ্ছে। নতুবা তিনমাস অর্থাৎ ২০২৩ এর শুরুর দিকে আসতে পারে।
কি নতুনত্ব লক্ষ্য করা যাবে?
প্রতিবারই Intel তাদের কাস্টমারদের চাহিদা এবং আপডেট টেকনোলজি নিয়ে বাজারে আনে নতুন প্রডাক্ট। এবারও তার ব্যাতিক্রম হবে না যার বেশ কিছু ফিচার এর লিক এরই মধ্যে নেট দুনিয়ায় মোটামুটি ভাইরাল হচ্ছে বলা যায়। এর মধ্যে
- প্রসেসরগুলো 10NM Technology Fabric এ বিল্ড করা যার ফলে প্রসেসরগুলো হবে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ এবং সাথে ইফিসিয়েন্সি ইম্প্রুভমেন্ট দেখা যোবে।
- GPU হিসেবে থাকবে ইনবিল্ড গ্রাফিক্স যা Intel এর নিজস্ব Iris XE, যা পূর্বের জেনারেশনের তুলনায় দ্বিগুণ পারফর্মেন্স প্রদাম করতে সক্ষম।
- 13th Generation এর প্রসেসরগুলো Thunderbolt 4 এর সাপোর্ট থাকবে এবং সাথে থাকবে Wifi 6 এর ফুল সাপোর্ট যা আপনার এক্সপেরিয়েন্সকে অন্য লেভেলে নিতে সাহায্য করবে।
সম্ভাব্য ল্যাপটপ প্রকাশের তারিখ?
বড় বড় ল্যাপটপ নির্মাতা কোম্পানি তাদের লেটেস্ট মডেলের জন্য সব সময়ই লেটেস্ট জেনারেশনের প্রসেসর পছন্দ করে থাকে। তবে দামের ব্যাপারটা বরাবরই একটা বিশেষ পরিস্থিতি তৈরি করে। এই মহূর্তে হয়ত খুব বেশি 13th জেনারেশেনের ল্যাপটপ বাজারে চাহিদা অনুযায়ী পাওয়া যাবে না তবে কিছুদিনের মধ্যে বেশ কিছু ভালো মানের গেমিং ল্যাপটপ এবং প্রোডাক্টিভিটি ল্যাপটপ বাজারে আনতে চলেছে এইচপি এবং অন্যান্য ব্রান্ডগুলো।
কতটা অর্থযোগ্য পূর্বের ভার্সনের তুলনায়?
কোন প্রডাক্ট কতটা অর্থযোগ্য তা নির্ভর করে তার কাছাকাছি থাকা ভাসর্ন বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে এবং ওই প্রডাক্টটির প্রাইসিং এর উপর। তবে Intel বরাবরই এই ব্যাপারে গ্রাহকের সাধ্যের মধ্যে প্রাইসিং এর চেষ্টা করে থাকে। বর্তমানে Core i5 13700KF এর প্রাইস ৩৭০০০ টাকার কাছাকাছি এবং Core i5 13700K এর প্রাইস ৩৯৫০০ টাকার মত। এই প্রাইসিং এ প্রডাক্টিভিটি এর কথা চিন্তা করলে একদম মানানসই দাম তা বলাই যায়। তবে হয়ত কিছুদিন পর বাজারে যথেষ্ট পরিমান প্রসেসর এ সাপ্লাই হলে আরো কিছু কমে এই প্রসেসর বেস্ট ভেলু অফ মানি এর খেতাব পেতেই পারে এ নিয়ে কোন সন্দেহ নেই। আপনাদের মতামতগুলো নিচের কমেন্ট বক্সে যুক্ত করুন। ধন্যবাদ