কম্পিউটার প্রযুক্তির অগ্রগতি সবসময়ই আমাদের মুগ্ধ করে। প্রতি বছরই নতুন নতুন প্রযুক্তি এবং ফিচার নিয়ে আসছে কম্পিউটার টেক জায়ান্ট নির্মাতারা। এই ধারাবাহিকতায় কোয়ালকম নিয়ে এলো তাদের নতুন কম্পিউটার প্রসেসর Snapdragon Elite X। যদিও Qualcomm Snapdragon নামটি স্মার্টফোন প্রসেসরের জন্য অধিক পরিচিত তবে ল্যাপটপ সিপিউ হিসেবে Qualcomm এর সিস্টেম অন চিপ আমরা ইতোমধ্যেই দেখেছি। উদাহরনস্বরুপ বলা যায়, Samsung Galaxy Book Go, HP Elite Folio, লেনোভো IdeaPad 5G, Acer Spin 7 সহ আরো অনেক ল্যাপটপ যাতে রয়েছে Snapdragon এর মোবাইল প্রসেসর।
তবে পূর্বের চেয়ে আরো পাওয়ারফুল এবং আকর্ষনীয় ফিচার নিয়ে দেখা যাবে Qualcomm এর নতুন প্রসেসর Snapdragon Elite X কে। এই প্রসেসরটিকে কোয়ালকম তাদের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার প্রসেসর হিসেবে দাবি করছে। শুধু তাই নয়, এটি এপল M2 চিপ এর সাথে সরাসরি কম্পিটিশন করবে। কেমন হতে যাচ্ছে এই প্রসেসর স্পেসিফিকেশন? এর বৈশিষ্ট্যগুলো কী? এবং এটি কীভাবে কম্পিউটারের পারফরম্যান্স উন্নত করবে? এই ব্লগে, আমরা Snapdragon Elite X প্রসেসর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

Snapdragon Elite X প্রসেসর কনফিগারেশন
CPU Core এবং পার্ফরম্যান্স
Snapdragon Elit X হলো কোয়ালকম এর নেক্সট জেন কম্পিউটার সিস্টেম অন চিপ। স্ন্যাপড্রাগন তাদের নিজেদের তৈরী প্রসেসর বিশিষ্ট ল্যাপটপ দিয়ে মার্কেটে শক্ত অবস্থান তৈরী করার চেষ্টা করছে অনেকদিন ধরেই, তবে তেমন সুবিধা করে উঠতে পারছিলো না। তার উপর ইন্টেল এবং AMD এর মতো প্রসেসর নির্মাতারা যেভাবে AI ফিচারযুক্ত প্রসেসর লঞ্চ করছে। তাই কম্পিটিশনে টিকে থাকতেই মুলত Qualcomm এর এই Approach।
প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট Kedar Kondap জানিয়েছে “Snapdragon X Elite represents a dramatic leap in innovation for computing as we deliver our new custom Qualcomm Oryon CPU for super charged performance that will delight consumers with incredible power efficiency and take their creativity and productivity to the next level.“
এর মাধ্যমেই বোঝা যাচ্ছে স্পেশাল কিছু আস্ছে কোয়ালকম থেকে।
এখন পর্যন্ত এ চিপ সম্পর্কে যতটুকু জানা গেছে তা হলো –
Snapdragon X Elite হলো একটি 4nm বিশিষ্ট প্রসেসর যাতে থাকবে 12টি হাই-পারফরম্যান্স ওরিয়ন কোর। সিংগেল কোর পার্ফরম্যান্স এর ক্লক স্পিড রেকর্ড করা হয়েছে 3.8 GHz এবং ডুয়েল কোর ক্লক স্পিড 4.3 GHz।
কোয়ালকম ক্লেইম করেছে যে, মাল্টি থ্রেড পার্ফরম্যান্স এর দিক থেকে এ প্রসেসর ইন্টেল এর 13th Generation সিপিউ থেকে 68% কম পাওয়ার Consumption দেখিয়েছে।
অন্যদিকে, শুধু ইন্টেল এর সাথেই নয় বরং এপল এর নিজস্ব ARM Based M2 Chip এর সাথে এর Comparison করে দেখা গেছে, Snapdragon X Elite 50% দ্রুত পিক মাল্টি-থ্রেডেড পারফরম্যান্স দাবি করেছে।
Graphics Core এবং পার্ফরম্যান্স
Snapdragon X Elite একটি ARM Based প্রসেসর যা এডভান্স CPU এবং GPU পার্ফরম্যান্স এর কথা মাথায় রেখেই তৈরী করা হয়েছে। আমরা সবাই জানি, এপল এর M সিরিজ প্রসেসর গুলোও ARM Based যে কারণে ব্যাটারি ব্যাকআপ এবং পার্ফরম্যান্স এর দিক থেকে ম্যাকবুক ডিভাইস গুলো অন্যান্য উইন্ডোজ ল্যাপটপ থেকে অনেক বেশি কার্যকরী হয়ে থাকে।
তাই যারা উইন্ডোজ ডিভাইসে ম্যাকবুক লাইক পাওয়ার এবং পার্ফরম্যান্স চান তারা এই প্রসেসর বিশিষ্ট ল্যাপটপ এর জন্য অপেক্ষা করতে পারেন।
এবার আসা যাক প্রসেসর টির গ্রাফিক্স সাইডে। এতে দেয়া হয়েছে 19 Core বিশিষ্ট Adreno GPU যাতে সাপোর্ট করবে DirectX 12 API। তাই নিঃসন্দেহে এটি ম্যাকবুক প্রো M1 Pro থেকেও ভালো এবং M2 Pro বেজ মডেল এর মতো গ্রাফিক্স পার্ফরম্যান্স দিবে।
সর্বোচ্চ ৩ টি এক্সটারনাল UHD মনিটর কানেক্ট করা যাবে এ চিপে এবং ভিডিও এডীটিং কাজের জন্য এতে আলাদা ভাবে থাকবে Adreno video processing unit (VPU)।
ARM Based প্রসেসর বিল্ড করার ক্ষেত্রে কোয়ালকম এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো সফটওয়্যার কম্প্যাটিবিলিটি ইস্যু। Snapdragon X Elite প্রসেসর বিশিষ্ট ডিভাইস গুলোতে ARM Based সফটওয়্যার যেনো নির্বিঘ্নে কাজ করে সেজন্য কোম্পানিটির সফটওয়্যার পার্টনার কাজ করছে। এতে করে এ ডিভাইসগুলোতে
এজন্য কোম্পানিটি তাদের সফটওয়্যার পার্টনার Blackmagic Design, Davinci Resolve এর মতো সফটওয়্যার গুলো প্লে করা যাবে।
Snapdragon X Elite AI Features
কোয়ালকম জানিয়েছে এ প্রসেসরে রয়েছে Best AI Features কারণ এতে যুক্ত করা হয়েছে Qualcomm AI Engine। Integrated Hexagon NPU এর সাথে এতে রয়েছে একটি মাইক্রো NPU যা সিকিউরিটি, প্রাইভেসি এবং লগইন এক্সপেরিয়েন্স কে আরো ইম্প্রুভ করতে সাহায্য করবে।
এছাড়াও কোয়ালকম AI Engine এ থাকবে উইন্ডোজ স্টুডিও ইফেক্ট সাপোর্ট সহ অন্যান্য AI Accelerated Applications সাপোর্ট। সেই সাথে বিল্ট ইন 5G Modem, Wi-fi 7 এবং Seamless Connectiity সাপোর্ট তো থাকছেই।
সবশেষে, Snapdragon X Elite প্রসেসর টি মুলত ডিজাইন করা হয়েছে পাওয়ার ইউজারদের জন্য। আপনি নিঃসন্দেহে এটিকে এপল এর M2 Chip এর সাথে তুলনা করতে পারেন। এজন্য এটি দেখা যাবে শুধুমাত্র হাই এন্ড বিজনেস সিরিজ ল্যাপটপ গুলো তে
বর্তমান প্রসেসর মার্কেটে যেখানে এপল, ইন্টেল, AMD একে অপরের সাথে কম্পিটিশন করে যাচ্ছে, সেখানে কোয়ালকম এর এই প্রসেসর নিঃসন্দেহে নতুন মাত্রা যুক্ত করবে।